শিরোনাম

ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না, হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে
ছবি : সংগৃহীত

গাজায় প্রতিদিন শিশুদের হত্যার প্রতিবাদে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী। তারা জানিয়ে দিয়েছে, এমন পরিস্থিতিতে ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থিত ‘প্রতিরোধ অক্ষের’ অংশ হিসেবে হুথিরা এই বার্তা দিয়েছে।

হুথি কর্মকর্তা হেজাম আল-আসাদ হিব্রু ভাষায় এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে ইসরাইলিদের সতর্ক করেছেন। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে সোমবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি হুথি বিদ্রোহীরা ইসরাইলের ওপর হামলা বাড়িয়েছে। আল-আসাদ এক্স প্ল্যাটফর্মে একাধিক পোস্ট করেছেন, যার মধ্যে কয়েকটি হিব্রু ভাষায় লেখা।

গত দুই সপ্তাহে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরাইলের বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। মধ্যরাতে হামলা ঠেকাতে লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে।

সর্বশেষ হামলায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। ক্ষেপণাস্ত্রটি শনিবার ভোরে জেরুজালেমের দক্ষিণ-পশ্চিম তীরের দিকে যাচ্ছিল।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত বছর হুথিরা ইসরাইলের দিকে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ১৭০টি ড্রোন নিক্ষেপ করেছে। এর বেশিরভাগই ইসরাইলি মিত্রদের মাধ্যমে বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আটকে দেওয়া হয়।

সম্প্রতি ইসরাইলের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে ছয়জন নিহত হয়েছেন বলে হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে। ওই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিমানবন্দরে উপস্থিত ছিলেন। হামলায় তিনি নিরাপদ থাকলেও উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইয়েমেনের ওপর হামলা অব্যাহত থাকবে। এদিকে, হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব।

Krishibid Group Real Estate-ads