শাড়িটি আর কোনো শাড়ি নয় এটি সম্প্রতি আলিয়ার আলোচিত মেট গালার শাড়ি।
যার পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম।
সব্যসাচীর ডিজাইনকৃত শাড়িটি ছিল সাদার মধ্যে প্যাস্টেল সবুজ রঙের। নেটের শাড়িতে ছিল সাদা আর গোলাপি ফুলের চোখ ধাঁধানো এমব্রয়ডারি কারুকাজ। শাড়ির ২৩ ফুট লম্বা আঁচল ছিল চোখে পড়ার মতো
চলতি বছর নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’ এ বসেছে মেট গালার আসর। সেখানে নিজেকে বেশ চমকপ্রদভাবে তুলে ধরেছেন অভিনেত্রী আলিয়া ভাট।
প্রতিবছরের মতো এবারও মে মাসের প্রথম সোমবার, নিউইয়র্কের মিউজিয়াম অব আর্টে বসেছিল মেট গালার আসর। এখানে ইচ্ছে করলেই তারকাদের সবার প্রবেশের অধিকার মেলে, তেমনটা নয়। রীতিমতো বিশাল অঙ্কের টাকা খরচ করে ঢুকতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, কত টাকা খরচ করতে হয়?
২০২৩ সালে মেট গালার এক একটি টিকিটের দাম ছিল ৫০ হাজার ডলার। তবে এ বছর টিকিটের মূল্য একলাফে বৃদ্ধি পেয়েছ ২৫ হাজার ডলার। এবার মেট গালার এক একটি টিকিটের মূল্য ছিল ৭৫ হাজার ডলার যা বাংলাদেশশি মুদ্রায় ৮৭ লাখ ৩৯ হাজার টাকা প্রায়।
১৯৯৫ সালে এই অনুষ্ঠানের প্রতিটি টিকিটের দাম ছিল এক হাজার ডলার। ২০ বছরের মধ্যে টিকিটের দাম বেড়েছে অনেকটাই।
মেট গালায় শুধু টিকিটের দামই অতিথিদের একমাত্র খরচ নয়। অতিথিদের বসার জন্য ১০ আসনবিশিষ্ট এক একটি টেবিলও বুক করতে হয়। প্রতি টেবিল বুক করতে হলে খরচ পড়ে ৩ লাখ ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৮ লাখ টাকার কাছাকাছি।
উল্লেখ্য, সিনেমাজগৎসহ ক্রীড়া, ফ্যাশন, ব্যবসা, সংগীতজগতের তারকারাও আমন্ত্রণ পান মেট গালায়। এ বছর ৪০০ জন অতিথি সমাগম হয়েছিল ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’-এ।
গত সোমবার ৬ ই মে ঐ অনুষ্ঠানে ভারতীয় বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর মুখোপাধ্যায়ের ডিজাইনকৃত শাড়ি পরেছিলেন আলিয়া। অ্যাম্ব্রয়ডারি করা শাড়িটিতে বলিউড তারকাকে দেখে সকলে মুগ্ধ হয়েছেন। বেশিরভাগই একবাক্যে বলছেন, পোশাকটি শিল্প ও নান্দনিকতার এক অনন্য নিদর্শন।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, শাড়িটি তৈরি করতে কাজ করেছেন প্রায় ১৬৩ জন কারিগর। এক্ষেত্রে তাদের মোট ১৯৬৫ ঘণ্টা ব্যয় হয়েছে।
গালায় স্টাইলিস্ট অনয়িতা শ্রফ আদাজানিয়া স্টাইলিং করেছেন। শাড়ি ড্রেপ করেছেন জনপ্রিয় ডলি জৈন। শাড়িতে রয়েছে ১৯২০-র সময়ের স্টোন, বিডস, ও ফ্রিঞ্জের কারুকাজ।
শাড়ির সঙ্গে মানানসই মেসি বান খোঁপা, ছোট ছোট ফুলের সাজ আর ভারী গয়না সন্ধ্যার অনুষ্ঠানে আলিয়াকে করে তোলে আরও মোহনীয়। শাড়িটি সম্পর্কে ভারতিয় এক ম্যাগাজিনকে এই অভিনেত্রী বলেন, “সব্যসাচী নতুন ও পুরোনো ফ্যাশনকে একত্রিত করার জন্য বিখ্যাত।”