শিরোনাম

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল, প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ফাইল ছবি

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদ্য নিয়োগপ্রাপ্ত ছয় সদস্যের নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সদ্য নিয়োগপ্রাপ্ত ছয় সদস্যের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন: অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো.* মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী এবং অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান*।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে, গত ২ জানুয়ারি সরকার পিএসসিতে এই ছয়জনকে নিয়োগ দেয়। তবে ৯ জানুয়ারি, তাদের সঙ্গে নিয়োগ পাওয়া অন্য তিনজনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাদের শপথ গ্রহণ স্থগিত করা হয়।