আজ (বুধবার, ১ জানুয়ারি) শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। অনুষ্ঠানের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবির যৌথ উদ্যোগে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) সকাল সাড়ে ১০টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
ইপিবি সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ মোট ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় রাখা হয়েছে “জুলাই চত্বর,” “ছত্রিশ চত্বর,” এবং “তারুণ্যের প্যাভিলিয়ন।” প্রবেশপথে ই-টিকিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যা মেলায় ভিন্ন অভিজ্ঞতা দেবে।
এবার প্রথমবারের মতো অনলাইনে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের সুযোগ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি বিশেষ ছাড়ে উবার সেবাও যুক্ত করা হয়েছে।
মেলায় সম্ভাবনাময় সেক্টর এবং পণ্য নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। বিদেশি উদ্যোক্তাদের জন্য থাকছে আলাদা সোর্সিং কর্নার এবং ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য বসার জায়গা এবং শিশুদের জন্য শিশু পার্ক।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মরণে নির্মিত হয়েছে “জুলাই চত্বর” ও “ছত্রিশ চত্বর।” তরুণদের রফতানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে “তারুণ্যের প্যাভিলিয়ন” যুক্ত করা হয়েছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, তবে সাপ্তাহিক ছুটির দিনে সময় বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।