আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (২২ জুন) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট একটি মামলার ভিত্তিতে রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাকে ঘিরে জনতা ক্ষোভ প্রকাশ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনাও ঘটে, যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের আচরণ আইনবিরোধী এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে সরকার মনে করে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের সব নাগরিককে আবারও স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে, বিচার প্রক্রিয়া আদালতের মাধ্যমে পরিচালিত হবে এবং অভিযুক্ত ব্যক্তিদের বিচার হবে প্রচলিত আইন অনুসারে। বিচারাধীন কোনো বিষয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া মোটেই গ্রহণযোগ্য নয়।
সরকারি ঘোষণায় বলা হয়, কারও ওপর হামলা চালানো বা তাকে শারীরিকভাবে আঘাত করা শুধু বেআইনি নয়, এটি আইনশাসনের নীতিরও পরিপন্থি এবং ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। যারা এমন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
বিবৃতির শেষাংশে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সংযমী ও দায়িত্বশীল আচরণ করতে হবে।