শিরোনাম

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি তুলে ধরেন। সেখানে তিনি জানান, তার বাবার নাম ব্যবহার করে একটি ঠিকাদারি লাইসেন্স ইস্যু করা হয়েছিল এবং এই ঘটনাটি নিয়ে গণমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আসিফ মাহমুদ লেখেন, “প্রথমেই আমি আমার বাবার হয়ে ক্ষমা চাইছি। গতকাল রাতে একজন সাংবাদিক ফোন করে বাবার নামে একটি ঠিকাদারি লাইসেন্স ইস্যুর বিষয়ে জানতে চান। আমি বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হই যে, তিনি জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে একটি লাইসেন্স করেছিলেন।”

তিনি আরও জানান, একজন স্থানীয় ঠিকাদারের পরামর্শে তার শিক্ষক পিতা—যিনি আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক—উক্ত লাইসেন্স গ্রহণ করেন। তিনি স্পষ্ট করেন, কোনো কাজের জন্য এই লাইসেন্স ব্যবহার করা হয়নি এবং পরে বিষয়টি অনুধাবন করার পর তার বাবার আবেদনের ভিত্তিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে।

আসিফ বলেন, “আমি দায়িত্বে থাকা অবস্থায় বাবার এমন লাইসেন্স গ্রহণ স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে—এটি বোঝানোর পরপরই তিনি লাইসেন্স বাতিলের আবেদন করেন এবং সেটি আজ বাতিল হয়েছে।” তিনি আরও বলেন, তার বাবা হয়তো স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি পুরোপুরি বুঝতে পারেননি, তাই তার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছেন।

ফেসবুক পোস্টে তিনি লাইসেন্স বাতিলের সরকারি নথিপত্রও সংযুক্ত করেছেন।

উল্লেখ্য, এর আগে ২৩ এপ্রিল রাতে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক পোস্টে এ বিষয়ে প্রথম তথ্য প্রকাশ করেন।