ব্যাংক হলিডে উপলক্ষে আজ ১ জুলাই দেশের সব ব্যাংকে গ্রাহক লেনদেন কার্যক্রম বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্ধ রাখা হয়েছে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংক এবং কিছু বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো সীমিত পরিসরে খোলা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি বছর ১ জুলাইকে ব্যাংক খাতে অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করার দিন হিসেবে গণ্য করা হয়। বছরের প্রথম ছয় মাসের আর্থিক লেনদেন পর্যালোচনা করে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুতের জন্য এদিন ব্যাংক হলিডে ঘোষণা করা হয়, যাতে করে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
এদিন ব্যাংকের কোনো শাখায় গ্রাহকদের জন্য নগদ জমা ও উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট কিংবা পে-অর্ডার গ্রহণের মতো লেনদেনমূলক সেবা বন্ধ থাকবে। শুধুমাত্র হিসাব ও প্রশাসনিক কাজ পরিচালনার জন্য নির্দিষ্ট কিছু শাখা খোলা থাকছে, যেখানে গ্রাহকদের সরাসরি সেবা দেওয়া হচ্ছে না।
ব্যাংকের পাশাপাশি দেশের দুই স্টক এক্সচেঞ্জ—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর লেনদেনও বন্ধ রয়েছে। কারণ, পুঁজিবাজারের অধিকাংশ লেনদেনই ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল, ফলে ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারের স্বাভাবিক লেনদেনও সম্ভব হয় না।