শিরোনাম

আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ধারণ এবং আহত, নিহত ও নিখোঁজ ব্যক্তিদের নাম-ঠিকানাসহ একটি বিস্তারিত তালিকা প্রস্তুতের লক্ষ্যে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার ভয়াবহতায় তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য সংগ্রহ সম্ভব না হলেও ধারণা করা হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির ভেতরে অবস্থানরত অনেকেই এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

২৩ জুলাই (মঙ্গলবার) গঠিত তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে জমা দিতে বলা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন—উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, সমন্বয়কারী লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (যার কন্যা যাইমা জাহান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী) এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।

বিদ্যালয় কর্তৃপক্ষ এ কমিটিকে সরাসরি দুর্ঘটনাস্থল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ এবং যাচাই-বাছাই করে সুনির্দিষ্ট তালিকা প্রস্তুতের নির্দেশনা দিয়েছে।

সূত্রমতে, কমিটির প্রতিবেদনের গুরুত্ব শুধু অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সীমাবদ্ধ থাকবে না; প্রয়োজনে তা সরকার, উদ্ধারকারী বাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার কাছেও হস্তান্তর করা হবে। ইতোমধ্যে অধ্যক্ষের স্বাক্ষরযুক্ত একটি অফিস আদেশ সংশ্লিষ্ট সদস্যদের কাছে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে এবং তাঁরা কাজ শুরু করেছেন।

এছাড়া, দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি, উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সহায়তা, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা বিশ্লেষণের জন্য আরও কিছু প্রশাসনিক কর্মকর্তা পৃথকভাবে দায়িত্ব পালন করছেন বলেও জানা গেছে।

প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, যাতে বহু শিক্ষার্থী হতাহত হন। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে পরদিন জাতীয়ভাবে শোক পালিত হয়।