শিরোনাম

সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আপিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আপিলটি দায়ের করা হয়। আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি, হাইকোর্ট ঢাকার এবং চট্টগ্রামের তৃতীয় ধাপের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের আদেশ দেন। আদালত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে মেধার ভিত্তিতে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন। বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এ রায় দেন।

রায়ের প্রতিবাদে সেদিনই আদালতের সামনে বিক্ষোভে নামে নিয়োগ বঞ্চিত প্রার্থীরা। তারা বিচারকের বিরুদ্ধে স্লোগান দেয়, আদালতের দরজায় ধাক্কাধাক্কি করে এবং আইনজীবীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে হয়, আর বিচারকরা এজলাস ত্যাগ করেন। এরপর থেকেই নিয়োগপ্রত্যাশীরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

গত বছরের ৩১ অক্টোবর, তৃতীয় ধাপে ৩ পার্বত্য জেলা বাদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন।

তবে, এক রিট আবেদনের শুনানির পর গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্ট এ নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন। পরে, এ স্থগিতাদেশ বাতিলের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপিল বিভাগে আবেদন করলে ৬ ফেব্রুয়ারি চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট নিয়োগ বাতিল করে নতুনভাবে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন।

এই রায়ের বিরুদ্ধেই বৃহস্পতিবার আপিল করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।