ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকার উল্টে প্রাণ হারিয়েছেন ৩ জন, আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন একজন নারী ও দুইজন পুরুষ। নিহত নারী হলেন রাজধানীর বাড্ডার বাসিন্দা রায়ছা আক্তার (২০)। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। আহত মো. রবিন (২২) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তবে তিনি মানসিকভাবে কিছুটা অসংলগ্ন অবস্থায় কথা বলছেন বলে জানা গেছে।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। সেখানেই দুইজনের মরদেহ পড়ে ছিল এবং পাশে একজন আহত ব্যক্তি যন্ত্রণায় কাঁদছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ভোরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ে ধাক্কা খায় এবং উল্টে যায়। প্রচণ্ড শব্দ হওয়ার পর স্থানীয়রা ছুটে আসে। গাড়িটিতে তখন মোট চারজন ছিলেন। ঘটনাস্থলেই দুইজন মারা যান, আরেকজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে ফেলার পর সকাল সোয়া ৭টার দিকে ঢাকামুখী লেনে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।