শিরোনাম

কৃষি শিল্প দক্ষতা পরিষদের নতুন চেয়ারম্যান ড. আলী আফজাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরের অধীন কৃষি শিল্প দক্ষতার কাউন্সিলের তৃতীয় বার্ষিক সাধারণ সভা এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের(এআইএসসি) ২০২৫—২০২৭ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন প্রধান উপদেষ্টা কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উনড়বয়ন কতৃর্পক্ষের (এনএসডিএ) নিয়ন্ত্রনাধীন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের (এআইএসসি) ৩য় বার্ষিক সাধারন সভা আজ ২৪ আগস্ট সকাল ১১টায় হোটেল এ্যাবাকাস, গুলশান—১ এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের সভাপতি জনাব নূরুল কাইয়ুম খান। সভায় ২০২৫—২০২৭ মেয়াদের সর্বসম্মতিক্রমে এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ সীড এসোসিয়েশনের সাধারন সম্পাদক, বরেণ্য কৃষিবিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলী আফজাল কে কৃষি শিল্প দক্ষতা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

নির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৭)
চেয়ারম্যান :
ড. আলী আফজাল
সাধারণ সম্পাদক, বাংলাদেশ সীড এসোসিয়েশন
ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবার

সহ-সভাপতি:
১ম সহ-সভাপতি : কৃষিবিদ ড. আরিফ মাহমুদ (সভাপতি, মাশরুম গ্রোয়ারস এসোসিয়েশন অব বাংলাদেশ)

২য় সহ-সভাপতি : জনাব মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল (সাধারণ সম্পাদক, বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশন)

৩য় সহ-সভাপতি : জনাব মোল্লা সামছুর রহমান শাহীন (সভাপতি, ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ – FOAB)

পরিচালকবৃন্দ

জনাব কে. এম. অলিউর রহমান বাবুল
ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন

জনাব মো. সাজ্জাদ হোসেন
সভাপতি, বাংলাদেশ মৎস্য হ্যাচারি ও খামার মালিক সমিতি, ময়মনসিংহ

ডা. মনজুর মোর্শেদ খান
জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন

জনাব এম. সাইদুজ্জামান
সভাপতি, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন

জনাব মোহাম্মদ নজিবুল ইসলাম
সাধারণ সম্পাদক, শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ

জনাব ছৈয়দ আহমেদ
সভাপতি, মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স এসোসিয়েশন

জনাব মোহাম্মদ ইসমাইল খান
সাধারণ সম্পাদক, শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড

জনাব মো. সাইফুর রহমান
সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি

জনাব মো. হাসিবুল হাসান
সভাপতি, বাংলাদেশ গোট এন্ড শীপ ফার্মারস এসোসিয়েশন

জনাব মো. মেসবাহ উদ্দিন
সভাপতি, বাংলাদেশ প্লান্ট নার্সারীম্যান সোসাইটি

জনাব ওমর-বিন-আবদাল আজিজ
সভাপতি, ১০–৩০ একর শ্রিম্প প্রজেক্ট ওনার্স এসোসিয়েশন

জনাব ইহতেশাম বি. শাহজাহান
প্রেসিডেন্ট, ফিড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অব বাংলাদেশ

জনাব শাহ মো. ইমরান
জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন

জনাব মো. রকিবুর রহমান টুটুল
সভাপতি, বাংলাদেশ ব্রিডার্স এসোসিয়েশন

জনাব মসিউর রহমান
সভাপতি, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল

উপদেষ্টা

জনাব নূরুল কাইয়ুম খান
সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশন

নবনির্বাচিত চেয়ারম্যান ড. আলী আফজালের বক্তব্য

সভায় নবনির্বাচিত চেয়ারম্যান ড. আলী আফজাল তাঁর বক্তব্যে বলেন—

“আমি আজ অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞচিত্তে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া শুধু ব্যক্তিগত সম্মান নয়—এটি জাতীয় দায়িত্ব। আমি আন্তরিক ধন্যবাদ জানাই পরিষদের সকল সদস্য, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়কে আমার প্রতি আস্থা রাখার জন্য।

বাংলাদেশের কৃষি শিল্প দিন দিন বৈচিত্র্যময় হচ্ছে। আমাদের কৃষি শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম নয়; এটি এখন কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার প্রধান চালিকাশক্তি।

আজকের সভায় নির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি—যেখানে বীজ, মৎস্য, পোল্ট্রি, ডেইরি, মধু, ফুল, ফল, গবাদিপশু, সার, ফিড, নার্সারি থেকে শুরু করে সামুদ্রিক মাছ ও চিংড়ি খাতের সকল প্রতিনিধি রয়েছেন—প্রমাণ করে যে কৃষি শিল্প এখন একটি সমন্বিত পরিবার।

আমাদের লক্ষ্য হবে—
১. কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি ও দক্ষতা প্রশিক্ষণ নিশ্চিত করা।
২. কৃষিজাত পণ্যের গুণগতমান আন্তর্জাতিক মানে উন্নীত করা।
৩. গবেষণা, উদ্ভাবন ও নতুন প্রযুক্তি কৃষিক্ষেত্রে দ্রুত প্রয়োগ করা।
৪. তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
৫. সরকারি ও বেসরকারি খাতের মধ্যে অংশীদারিত্ব জোরদার করা।

আমি বিশ্বাস করি, কৃষি খাতে দক্ষতা উন্নয়নই ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের অন্যতম ভিত্তি হবে। আমাদের কৃষি যদি স্মার্ট হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতিও স্মার্ট হবে।

আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই—এই পরিষদ কেবল একটি নামমাত্র সংগঠন নয়, এটি কৃষির প্রতিটি স্তরে পরিবর্তনের অঙ্গীকার। একসাথে আমরা কৃষিকে জাতীয় অর্থনীতির সবচেয়ে শক্তিশালী স্তম্ভে পরিণত করব।

আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—কৃষিকে আমরা কেবল খাদ্য উৎপাদনের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখব না; বরং কৃষিকে আমরা রূপান্তরিত করব দক্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন ও আন্তর্জাতিক মানে সমৃদ্ধ একটি শিল্পখাতে।
একসাথে আমরা পারব, ইনশাআল্লাহ।”

Krishibid Group Real Estate-ads