বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর উদ্যোগে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’। আজ (সোমবার) থেকে শুরু হওয়া এ আয়োজন দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ সম্মেলন হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্মেলনের প্রথম দিন সকালে বিশেষ ফ্লাইটে একটি বিদেশি বিনিয়োগকারী দল চট্টগ্রামে এসে শিল্পাঞ্চল কেইপিজেড পরিদর্শন করে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলমান এ সম্মেলনকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ব্যাপক। অনেকেই জানতে চাচ্ছেন—এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কত মিলিয়ন বা বিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করতে পারবে।
এ প্রসঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিকুর রহমান বলেন, “মূল বিষয়টি কেবল অর্থের অঙ্কে মাপার নয়। প্রথমেই আমাদের বিশ্ববাসীর কাছে দেশের সম্পর্কে বিরাজমান নেতিবাচক ধারণা বদলাতে হবে। পাশাপাশি, দেশে ব্যবসা পরিচালনায় যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো দূর করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “সম্মেলনের শেষে অংশগ্রহণকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সম্ভাব্য বিনিয়োগের প্রতিশ্রুতির একটি তালিকা তৈরি করা হবে। সেই তালিকার ভিত্তিতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে ধারাবাহিকভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে বিনিয়োগ কার্যকর করার পরিকল্পনা রয়েছে।”