আজ মঙ্গলবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা বাধ্য হয়ে দ্রুত স্কুল ভবনের আশ্রয় নেন। সকাল সাড়ে ১০টার কিছু পর উপদেষ্টারা ঘটনাস্থলে পৌঁছালে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে “ভুয়া ভুয়া” স্লোগান দেন।
শিক্ষার্থীদের ক্ষোভের একটি বড় কারণ হলো, এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দিতে উপদেষ্টারা বিলম্ব করেছেন। সেইসঙ্গে শিক্ষার্থীদের অভিযোগ— সরকার নিহত, আহত ও নিখোঁজদের সঠিক সংখ্যা গোপন করছে।
এদিকে, দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভ করছেন। তাদের দাবিগুলো হলো:
১. দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।
২. আহত ব্যক্তিদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা প্রয়োজন।
৩. ঘটনাস্থলে শিক্ষকদের ওপর সেনাসদস্যদের আচরণের জন্য নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
৫. পুরনো ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ বিমান ব্যবহার নিশ্চিত করতে হবে।
৬. প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার স্থান ও পদ্ধতি মানবিক ও নিরাপদভাবে পুনর্গঠন করতে হবে।