ঢাকার প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের আট এবং নয়তলা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, রাতভর চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মাত্র দুই মিনিটের মধ্যে, ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে, যার মধ্যে ১০টি ইউনিট সরাসরি তৎপর ছিল।
জাহেদ কামাল বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে। সচিবালয়ে বড় গাড়ি প্রবেশ করানো কঠিন ছিল। এজন্য সামনের গেট ভেঙে দুটি গাড়ি ভেতরে ঢোকানো হয়েছে।” তিনি আরও জানান, ভবনের ৬, ৭, ৮ এবং ৯ তলায় আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার কারণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা দালানের প্রতিটি কক্ষ তল্লাশি করে কাজ শেষ করছে। এ পর্যন্ত ২১১ জন ফায়ার ফাইটার উদ্ধার ও অগ্নিনির্বাপণে নিয়োজিত রয়েছেন।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে একটি দুঃখজনক ঘটনা ঘটে। প্রথম ধাপে একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে পাইপ সংযোগ দেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আগুনে ভবনের আট এবং নয়তলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ভবনটিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, এবং সড়ক পরিবহন ও সেতু বিভাগের অফিস রয়েছে।