জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নির্বাচনের সময় ভোটকেন্দ্রের এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সচিব এই তথ্য জানান।
সচিব বলেন, ‘আজ তারা ১০ দিন পর আমাদের একটি প্রতিক্রিয়া দিয়েছে। তারা বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি এবং মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করেছে। এর ভিত্তিতে তারা আমাদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। এ সহায়তার মধ্যে রয়েছে কিছু লজিস্টিক সরঞ্জাম যেমন ক্যামেরা, কম্পিউটার, হার্ডওয়্যার সরবরাহ এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা কীভাবে বাড়ানো যায়, দ্রুত নির্বাচনী ফলাফল সরবরাহ, সুশীল সমাজের অংশগ্রহণ বৃদ্ধি, যুবসমাজকে সচেতন করা এবং তাদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি, সীমানা পুনর্নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ—এই বিষয়গুলোতে কাজ করা হবে।’
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি প্রশিক্ষণের বিষয়টি নয়। তবে ভোটকেন্দ্রে যারা দলের প্রতিনিধি হিসেবে কাজ করবেন, তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হলে ভালো ফলাফল পাওয়া সম্ভব।’