শিরোনাম

ইসরাইলের হামলায় গাজায় নিহত আরও ৮৮

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় আরও ৮৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত কয়েক মাসের সংঘাতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮০০-এর বেশি।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সহিংসতায় লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে রোববার (৫ জানুয়ারি) এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অবিরাম আক্রমণে গত ২৪ ঘণ্টায় ৮৮ জন নিহত হয়েছেন এবং আরও ২০৮ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই সংঘাতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৮০৫ জনে পৌঁছেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, হামলার ফলে এখন পর্যন্ত এক লাখ ৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল গাজার ওপর হামলা অব্যাহত রেখেছে। গাজার বাসিন্দারা তাদের ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ার সাক্ষী হচ্ছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরায়েল গাজায় স্থল ও বিমান হামলা চালিয়ে আসছে। এতে গাজার অবকাঠামোর বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে রয়েছে হাসপাতাল, মসজিদ, গির্জা ও শরণার্থী শিবির।

ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার প্রায় ২০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

ইসরায়েলের ক্রমাগত হামলায় গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের চরম সংকট দেখা দিয়েছে, যা পুরো গাজার বাসিন্দাদের খাদ্য নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে।

অবরুদ্ধ গাজার প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।