দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন বুধবার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, প্রতিরক্ষামন্ত্রী তার পদত্যাগের কথা উল্লেখ করে বলেছেন যে তিনি জনগণের কাছে ক্ষমাপ্রার্থী।
এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মার্শাল ল ঘোষণা করার পর তার সিনিয়র প্রেসিডেনশিয়াল স্টাফরাও সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দেন। বুধবার সকালে প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান এবং সিনিয়র সচিবদের সম্মিলিত পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।
প্রধান স্টাফ চুং জিন-সুকের নেতৃত্বে সিনিয়র কর্মকর্তারা এক বৈঠকে এ পদত্যাগের সিদ্ধান্ত নেন।
দক্ষিণ কোরিয়ায় মার্শাল ল ঘোষণার পর থেকেই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ৪৫ বছরের মধ্যে এই প্রথমবার দেশটিতে মার্শাল ল জারি করা হয়। তবে সংসদের ৩০০ আসনের মধ্যে ১৯০ জন আইনপ্রণেতা এর বিরোধিতা করলে প্রেসিডেন্ট ইউন তা প্রত্যাহারে বাধ্য হন।
প্রধানমন্ত্রী হান ডাক-সু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সংসদের সিদ্ধান্ত মেনে নিয়ে মার্শাল ল প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন।
তথ্যসূত্র: সিনহুয়া ও মেহের নিউজ এজেন্সি