শিরোনাম

নেতানিয়াহুকে পেলেই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্য এই সিদ্ধান্ত জানিয়েছে।

আইসিসির মোট সদস্য দেশ ১২৪টি, যার মধ্যে যুক্তরাজ্য অন্যতম। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আইসিসির পরোয়ানা অনুযায়ী ‘ওয়ান্টেড’ ব্যক্তি নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে প্রবেশ করেন, তবে তাকে গ্রেপ্তার করা হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, “আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে মন্তব্য করবো না। তবে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে, যা আমরা সবসময়ই পালন করি।”

এর আগে আরও একজন ব্রিটিশ মুখপাত্র কঠোর ভাষায় বলেছেন, “আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি। এই আদালত বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে তদন্ত এবং বিচার করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।”

গত বৃহস্পতিবার আইসিসি নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের বক্তব্যে বলা হয়েছে, “ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে এই দুই ব্যক্তিকে অভিযুক্ত করার যৌক্তিক ভিত্তি রয়েছে।”

  • usharbani
  • ঊষারবাণী
  • নেতানিয়াহু
  • যুক্তরাজ্য
  •