শিরোনাম

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসী অধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ-আকলু)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের জেলা আদালতে এ মামলাটি দায়ের করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ট্রাম্পের অভিবাসন নীতি আইনবহির্ভূত ও অগ্রহণযোগ্য। এতে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসন এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা কংগ্রেসের অনুমোদিত আইনের সঙ্গে সাংঘর্ষিক। সরকারের এ পদক্ষেপ আশ্রয়প্রার্থীদের— শুধু ব্যক্তিগতভাবে নয়, বরং পুরো পরিবারসহ এমন দেশে ফেরত পাঠানোর শামিল, যেখানে তারা নির্যাতন বা নিপীড়নের শিকার হতে পারে।

আকলুর সঙ্গে মামলায় সহযোগী হিসেবে রয়েছে অ্যারিজোনাভিত্তিক সংস্থা ফ্লোরেন্স প্রোজেক্ট, এল পাসো-ভিত্তিক লাস আমেরিকান ইমিগ্র্যান্ট অ্যাডভোকেসি সেন্টার এবং টেক্সাসভিত্তিক সংস্থা রেইসেজ।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই মার্কিন সংবাদমাধ্যম এপিকে জানিয়েছেন, “জনগণ প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিবাসন আইনের অপব্যবহার বন্ধ করা এবং সীমান্ত সুরক্ষিত রাখার জন্য ম্যান্ডেট দিয়েছে। ট্রাম্প প্রশাসন সর্বদা যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেবে।”

প্রথম মেয়াদে (২০১৭-২০২০) প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। তবে ২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সেই নির্মাণকাজ বন্ধ করে দেন।

২০২৪ সালের নির্বাচনে ফের জয়ী হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বন্ধ করে দেন। পাশাপাশি, সীমান্ত পেরিয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্রগুলোও বন্ধ করে দেন।