শিরোনাম

যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও ইসরাইলি বর্বর হামলায় নিহত ২০ ফিলিস্তিনি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৫ মাস পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরাইল একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। চুক্তিটি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে এর মধ্যেই গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

হামাসের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বুধবার রাতে ইসরাইলি বিমান হামলায় গাজায় ২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শেখ রাদওয়ান এলাকায় একটি আবাসিক ভবনে এই হামলায় ১২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জেনিন শহরে ইসরাইলি হামলায় বুধবার পাঁচজন এবং এর আগের দিন ছয়জন নিহত হন।

যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতা করেছে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি দোহায় এক সংবাদ সম্মেলনে এই চুক্তির কথা নিশ্চিত করেন। তিনি জানান, চুক্তিটি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।

চুক্তির প্রথম ধাপে, হামাস ৩৩ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে নারী, শিশু এবং ৫০ বছরের বেশি বয়সি পুরুষরা রয়েছেন। ইসরাইল গাজার সীমান্ত থেকে তাদের বাহিনী ৭০০ মিটার দূরে সরিয়ে নেবে এবং গাজার উত্তরে বেসামরিকদের তাদের ঘরে ফেরার অনুমতি দেবে। এছাড়া, প্রতিদিন ৬০০ ট্রাক পর্যন্ত ত্রাণ সরবরাহের অনুমতিও দেওয়া হবে।

শর্ত পূরণ হলে চুক্তির দ্বিতীয় ধাপে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়টি রয়েছে।

তৃতীয় ধাপে, অবশিষ্ট মৃতদেহগুলো ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে। এই পুনর্গঠনের কাজ জাতিসংঘ, কাতার এবং মিশরের তত্ত্বাবধানে পরিচালিত হবে।