সৌদি আরব পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে যে, হজযাত্রী সেজে আর ভিক্ষুক পাঠানো যাবে না।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের কর্তৃপক্ষ পাকিস্তানকে ভিক্ষুকদের প্রবেশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। তারা সতর্ক করেছে যে, এ ধরনের ঘটনা পাকিস্তানি ওমরাহ ও হজযাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সৌদি হজ মন্ত্রণালয় পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়কে ভিক্ষুকদের ওমরাহ ভিসার আওতায় সৌদি আরবে প্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় ‘ওমরাহ আইন’ চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা ওমরাহ যাত্রীদের ভ্রমণ পরিচালনাকারী ট্রাভেল এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং তাদের আইনি তত্ত্বাবধানে আনবে।
ধর্ম মন্ত্রণালয় পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা ধর্মীয় বিধানের আড়ালে ভিক্ষুকদের সৌদি আরবে প্রবেশ রোধের উপায় খুঁজে বের করে।
এর আগে, সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আহমেদ আল-মালকির সঙ্গে বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভিক্ষুক পাঠানোর দায়ে জড়িত মাফিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএকে এই অপরাধচক্র গুঁড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।