শিরোনাম

আসাদের পতনের পর সিরিয়ায় প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

দীর্ঘ সংঘাত ও যুদ্ধের পর সিরিয়ার নতুন সরকারের অধীনে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়েছে। বিশ্লেষকরা এটিকে দেশের পুনর্গঠনের এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময়, নতুন সরকারের অধীনে দামেস্ক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়। বাশার আল-আসাদের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ছিল।

সিরিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। পাশাপাশি কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। নতুন সরকার দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরের উন্নয়ন ও পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছে।

দামেস্ক বিমানবন্দরের পরিচালক আনিস ফালাও বলেছেন, “আজ আমাদের জন্য নতুন শুরুর দিন। আমরা পুনরায় ফ্লাইট আগমন ও বহির্গমন শুরু করেছি।”

নতুন সরকার আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করার জন্য কাজ করছে। তবে কঠোর নিষেধাজ্ঞার কারণে তেল ও খাদ্য আমদানিতে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে। দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টা অস্থিতিশীল অবস্থায় রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে, যা মূলত মানবিক সহায়তা প্রদানের জন্য নেওয়া একটি পদক্ষেপ।

এদিকে, সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী আল-কাইম সীমান্ত পুনরায় চালুর প্রস্তুতি চলছে। ইরাক সরকার জানিয়েছে, এটি শিগগিরই কার্যকর হবে। এই সীমান্ত পুনরায় চালু হলে দুই দেশের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহন সহজ হবে এবং উভয় দেশের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত বহন করবে।

তুরস্কও সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং অন্যান্য দল রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। উদ্ভূত পরিস্থিতিতে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নেন।