জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন। সোমবার তিনি নিজেই এই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন এবং এতে তার হার হওয়ার সম্ভাবনাও আগে থেকেই অনুমান করেছিলেন। এই পরাজয়ের ফলে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে আগাম নির্বাচনের পথ সুগম হলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, অর্থনৈতিক সংস্কার নিয়ে জার্মানির জোট সরকারে থাকা তিন দলের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় দেশটি রাজনৈতিক সংকটে পড়েছিল। এর প্রেক্ষিতে গত নভেম্বরে চ্যান্সেলর শোলজ তার কোয়ালিশন সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন এবং ১৬ ডিসেম্বর আস্থা ভোট আয়োজনের কথা জানান।
অবশেষে সোমবার অনুষ্ঠিত আস্থা ভোটে তিনি পরাজিত হন, যা তার রাজনৈতিক যাত্রার ইতি টেনে দেয়নি। বরং তার দল এখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে।
২০২১ সালে ওলাফ শোলজের নেতৃত্বে এসপিডি দল ব্যবসাবান্ধব এফডিপি এবং পরিবেশবাদী গ্রিন পার্টির সঙ্গে জোট সরকার গঠন করেছিল। তবে অর্থনৈতিক সংস্কার নিয়ে কয়েক মাস ধরে চলা মতবিরোধের কারণে জুলাইয়ে একবার এই জোট ভেঙে যাওয়ার উপক্রম হয়। শেষ পর্যন্ত এই মতবিরোধ জোট সরকারের পতন ঘটিয়ে দেয়।