অবশেষে ভারতে শনাক্ত হয়েছে এইচএমপিভি। চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের উপস্থিতি এবার বেঙ্গালুরুতে দেখা গেছে। সোমবার (৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেঙ্গালুরুর দুই শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ ধরা পড়েছে।
প্রথমে আট মাস বয়সী এক শিশুর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। পরে তিন মাস বয়সী আরেক শিশুর শরীরেও এই ভাইরাসের উপস্থিতি মেলে। তবে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসটির সঙ্গে বেঙ্গালুরুর এই সংক্রমণের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছে ভারত সরকারের স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিন মাস বয়সী শিশুটি ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তবে আট মাস বয়সী শিশুটি এখনও চিকিৎসাধীন। কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা জানিয়েছেন, আক্রান্ত দুই শিশুরই ভ্রমণ ইতিহাস নেই, তাই বিদেশ থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই।
স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও এ ঘটনায় জরুরি বৈঠক ডাকেন। তিনি রাজ্যবাসীকে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করার আহ্বান জানান। স্বাস্থ্যসচিবের মতে, ভারতে এইচএমপিভি নতুন নয় এবং এটি মৌসুমী সংক্রমণ। চীনে ছড়িয়ে পড়া ভাইরাসটির সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে গবেষণা চলছে।
চীনে এইচএমপিভি সংক্রমণের মাত্রা গত ডিসেম্বর মাসে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শ্বাসযন্ত্রজনিত সমস্যার কারণে সেখানে হাসপাতালে ভর্তির হার বেড়েছে, যা কোভিড-১৯ বা অন্যান্য ভাইরাসের তুলনায় বেশি। বিশেষ করে ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রকোপ বেশি দেখা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয়। তবে এটি নিয়ে সচেতন থাকা এবং মৌসুমী সংক্রমণ মোকাবিলায় সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি।