১৩ জুন ইসরাইলে ইরানি সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার পর এর পাল্টা প্রতিক্রিয়ায় ১৪ জুন, সোমবার ভোররাতে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর নেতৃত্বে একাধিক ধাপে পরিচালিত হয়।
জানা গেছে, তেল আবিব, হাইফা, বেনি ব্রাকসহ ইসরাইলের অধিকৃত অঞ্চলের মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ইরান জানায়, ১৩ জুন ইসরাইলের আগ্রাসনে তাদের সামরিক কর্মকর্তাসহ পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। তারই জবাবে এই পাল্টা প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।
গত চার দিনের মধ্যে ইহুদি রাষ্ট্র ইসরাইলের ওপর এটিই ইরানের সবচেয়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা। এ হামলায় ইসরাইলের বিদ্যুৎকেন্দ্র ও তেল পরিশোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এই হামলায় উচ্চক্ষমতাসম্পন্ন ওয়ারহেডসহ ‘ফাত্তাহ’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা ইসরাইলের ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।