শিরোনাম

সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার ইরানের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের চরম ও নজিরবিহীন লঙ্ঘন। একইসঙ্গে তেহরান এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের পূর্ণ অধিকার রাখে বলেও উল্লেখ করেছে।

তাসনিম বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, বিবৃতিতে বলা হয়েছে, “বিশ্ব যেন ভুলে না যায়, কূটনৈতিক আলোচনার প্রক্রিয়ার মাঝপথে যুক্তরাষ্ট্রই বিশ্বাসঘাতকতা করেছে। তারা ইসরায়েলের আগ্রাসনকে প্রশ্রয় দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক সংঘাতে জড়িয়েছে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “যুক্তরাষ্ট্রের আচরণ স্পষ্টভাবে দেখায়— তারা কোনো আন্তর্জাতিক নীতি বা নৈতিক মূল্যবোধ মানে না। দখলদার ও গণহত্যাকারী শাসনের লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র আইনের তোয়াক্কা না করে অপরাধ করে চলেছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, “ইসলামী প্রজাতন্ত্র ইরান এই সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার অধিকার রাখে। দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ইরান অটলভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

Krishibid Group Real Estate-ads