শিরোনাম

ইসরায়েলের কমান্ড সেন্টার-গোয়েন্দা দপ্তরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সেনাবাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের প্রধান দপ্তর এবং সামরিক গোয়েন্দা শাখার একটি শিবির আঘাতপ্রাপ্ত হয়েছে। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই তিনটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায় অবস্থিত। ভোর থেকেই ইরানের সামরিক বাহিনী একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।

ইরনা জানায়, “এটি ছিল অত্যন্ত নিখুঁত এবং সরাসরি আঘাত। ক্ষেপণাস্ত্রের আঘাতে উল্লিখিত তিনটি স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।”

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গোয়েন্দা দপ্তরের পাশে অবস্থিত সোরোকা হাসপাতালে কোনো সরাসরি হামলা হয়নি, তবে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের তরঙ্গ (শকওয়েভ) হাসপাতালটির কিছু অংশে ক্ষতি করেছে।

এর আগে, গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। তারা এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন দ্য রাইজিং লায়ন’। অভিযানের কারণ হিসেবে ইসরায়েল অভিযোগ তোলে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬০০ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলের এই অভিযান শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান পাল্টা অভিযান শুরু করে, যার নাম দিয়েছে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’। গত পাঁচ দিনে এই অভিযানে ইসরায়েলি সেনাদের হতাহত হওয়ার খবর পাওয়া গেলেও, দেশটির পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।