শিরোনাম

মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে শেহবাজ বললেন, পারমাণবিক কর্মসূচি চলবে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে জানিয়েছেন, দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত থাকবে এবং এ নিয়ে কোনও আপস করা হবে না। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

মার্কিন নিষেধাজ্ঞার প্রতি তীব্র প্রতিক্রিয়া

সম্প্রতি পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র চারটি পাকিস্তানি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে শেহবাজ বলেন, “পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হয়। এটি আগ্রাসনের জন্য ব্যবহার করা হবে না। আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, এই কর্মসূচি কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং এটি পুরো জাতির। পাকিস্তানের ২৪ কোটি মানুষের পছন্দ ও সমর্থনে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

জাতীয় নিরাপত্তা প্রশ্নে দৃঢ় অবস্থান

মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ স্পষ্ট করেছেন যে, মার্কিন নিষেধাজ্ঞা কোনওভাবেই পাকিস্তানের জাতীয় নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি দুর্বল করতে পারবে না। তিনি বলেন, “আমাদের জাতি এই বিষয়ে ঐক্যবদ্ধ। পারমাণবিক কর্মসূচির বিষয়ে আমরা কোনও চাপের কাছে মাথানত করব না।”

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পটভূমি

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংক্রান্ত অভিযোগে চারটি পাকিস্তানি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব সংস্থা গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারে ভূমিকা রাখছে।

এর আগেও চীনা ও বেলারুশিয়ান কিছু সংস্থার ওপর একই ধরনের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। পাকিস্তান তখন যুক্তরাষ্ট্রের এ অভিযোগ অস্বীকার করে এবং এর দ্বৈত নীতির সমালোচনা করেছিল।

শেহবাজের বার্তা: চাপ উপেক্ষা করে এগিয়ে চলার ঘোষণা

শেহবাজ শরিফ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়ে বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কোনও বৈধতা দেখি না। আমাদের কর্মসূচি দেশের নিরাপত্তা রক্ষার জন্য অপরিহার্য। মার্কিন নিষেধাজ্ঞা আমাদের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারবে না।”