ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য বিতর্কিত এক প্রস্তাব দেন। তিনি বলেন, ‘সৌদি আরবে প্রচুর খালি জায়গা রয়েছে, সেখানে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেতে পারে।’
এছাড়া তিনি গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে অন্তর্ভুক্ত করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিও সরাসরি প্রত্যাখ্যান করেন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব নেতানিয়াহুর মন্তব্যের বিরুদ্ধে ভ্রাতৃপ্রতিম দেশগুলোর প্রতিক্রিয়াকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে।’
এতে আরও বলা হয়, ‘এই দখলদার চরমপন্থি মানসিকতা বুঝতে অক্ষম যে ফিলিস্তিনি জনগণের কাছে তাদের নিজস্ব ভূমির কী তাৎপর্য রয়েছে এবং ঐতিহাসিক ও আইনি দিক থেকে সেই ভূমির সঙ্গে তাদের সম্পর্ক কতটা গভীর।’
উল্লেখ্য, মিশর ও জর্ডানও নেতানিয়াহুর এই মন্তব্যের নিন্দা জানিয়েছে। কায়রো একে সৌদি আরবের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে।
এছাড়া গাজা দখল করে ডোনাল্ড ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনারও তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো।