যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার এই ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০, তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ওরেগন অঙ্গরাজ্য থেকে ২৭৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ভূমিকম্পটি ঘটে। ব্যান্ডন শহরের বাসিন্দারা এই কম্পন তীব্রভাবে অনুভব করেছেন।
ওয়াশিংটনের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভূমিকম্প সম্পর্কে পোস্ট করে জানিয়েছে, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে নয় বরং ব্লাঙ্কো ফ্রাকচার জোনে এটি হয়েছে, যেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ক্যাসকাডিয়া সাবডাকশন জোন ৯৬৫ কিলোমিটার দীর্ঘ একটি ফল্ট যা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত। গত তিন শতাব্দী ধরে এখানে টেকটোনিক চাপ জমা হচ্ছে, এবং বিশেষজ্ঞদের মতে এটি যে কোনো সময় ভয়াবহ ভূমিকম্প ও সুনামি ঘটাতে পারে।