শিরোনাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েলে হামলার ১০টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান!

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে, আর এর মধ্যে ইসরায়েলে সম্ভাব্য হামলার জন্য অন্তত ১০টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান।

ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে গত ১ অক্টোবর ইরান থেকে ইসরায়েলের দিকে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর পরিপ্রেক্ষিতে, ৫ অক্টোবর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানে হামলার ঘোষণা দেন। তবে তিনি এই হামলা কবে হবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো দিন-তারিখ উল্লেখ করেননি।

নেতানিয়াহুর ঘোষণার প্রতিক্রিয়ায় আইআরজিসির এক কর্মকর্তা তাসনিম নিউজকে বলেন, “নেতানিয়াহু এমন বক্তব্য দিতেই পারেন; তবে যদি ইসরায়েল ইরানের ভূখণ্ড বা সার্বভৌমত্বে আঘাত হানে বা ইরানের ‘রেড লাইন’ অতিক্রম করে, তাহলে আমাদের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। ইসরায়েলের বিরুদ্ধে হামলার জন্য আমাদের হাতে অন্তত ১০টি প্রস্তুত পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, “এই ১০টি পরিকল্পনার কয়েকটি বাস্তবায়ন শুরু হলে ইসরায়েল অভূতপূর্ব সংকটে পড়বে।”

প্রসঙ্গত, ইরান ও ইসরায়েল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দুই শত্রু দেশ। ইরানের সমর্থনপুষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্য হলো রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ধ্বংস করা।

২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মধ্যে বৈরিতা আরও তীব্র হয়। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনও চলমান।

  • usharbani
  • ইরান
  • ইসরায়েল
  • ঊষারবাণী
  •