যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়।
রোববার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টিকটকে প্রবেশের চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ব্যর্থ হচ্ছেন। তাদের কাছে প্রদর্শিত হচ্ছে একটি বার্তা, যেখানে লেখা, “দুঃখিত। বর্তমানে টিকটকের সেবাগুলো চালু নেই। যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করে একটি আইন চালু করা হয়েছে। এর ফলে আপাতত আপনি টিকটক ব্যবহার করতে পারবেন না।”
টিকটকের যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে। তবে এর মালিকানা প্রতিষ্ঠান, চীনভিত্তিক বাইটড্যান্সকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সন্দেহ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। তাদের আশঙ্কা, টিকটক ব্যবহার করে চীন সরকার মার্কিন নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি চালাতে পারে।
শুক্রবার, জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে টিকটক নিষিদ্ধ রাখার রায় পুনর্বহাল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অ্যাপটি চালু রাখতে তিনি রাজনৈতিক সমাধানের পথ খুঁজবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প টিকটক বিক্রি বা নিষেধাজ্ঞার আইনটি ৬০ থেকে ৯০ দিনের জন্য স্থগিত রাখতে একটি নির্বাহী আদেশ দেয়ার পরিকল্পনা করছেন। এই সময়ের মধ্যে সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন তিনি।
এ উদ্যোগের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন টিকটকের প্রধান নির্বাহী শু জি চিউ। তিনি বলেন, ট্রাম্পের এই প্রতিশ্রুতি বাকস্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। ব্যবহারকারীদের উদ্দেশে একটি ভিডিও বার্তায় তিনি টিকটক চালু রাখতে পাশে থাকার আহ্বান জানান।
টিকটক নিষিদ্ধের ঘোষণায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ব্যবহারকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, টিকটক শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি অনেকের আয়ের উৎস। তাই অ্যাপটি নিষিদ্ধ হলে ব্যবহারকারীদের পাশাপাশি এটি মার্কিন অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।
ব্যবসায়ী ও কন্টেন্ট নির্মাতারা অন্য প্ল্যাটফর্মে নিজেদের কার্যক্রম বিস্তারের চেষ্টা করলেও টিকটক নিষিদ্ধ হওয়াটা তাদের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে।