মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতির কঠোর বাস্তবায়ন ঘোষণা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ অবৈধ অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করবে, তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র।
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ২০২৪ নির্বাচিত হওয়ার পর এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠাবো। আর যদি কোনও দেশ তাদের গ্রহণ করতে অস্বীকার করে, তবে আমরা সেই দেশের বিরুদ্ধে চড়া শুল্ক আরোপ করবো এবং তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেব।”
টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার-২০২৪ এ নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার ঐতিহাসিক প্রত্যাবর্তনের স্বীকৃতি হিসেবে এই খেতাব দেওয়া হয়েছে। এর আগে ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও তিনি একই স্বীকৃতি পেয়েছিলেন।
ট্রাম্প বলেছেন, “আমি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দিতে চাই। যেসব দেশ তাদের নাগরিকদের ফেরত নিতে অস্বীকার করবে, তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলবো। আমাদের দেশে অবৈধভাবে প্রবেশকারীদের আর স্থান দেওয়া হবে না। আমরা কেবল বৈধ উপায়ে অভিবাসন অনুমোদন করবো।”
তিনি আরও যোগ করেন, “আমি চাই না, কারাগার থেকে বন্দীরা যুক্তরাষ্ট্রে আসুক। বিশেষ করে ভেনেজুয়েলা ও অন্যান্য দেশের কারাগারের মানুষদের আমরা গ্রহণ করবো না। এটা শুধু দক্ষিণ আমেরিকার দেশগুলো নয়, বিশ্বের যে কোনও দেশকেই প্রযোজ্য।”
অভিবাসন নীতি বাস্তবায়নে সামরিক বাহিনী ব্যবহার করারও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “এই কাজে ন্যাশনাল গার্ড এবং সামরিক বাহিনীকে সক্রিয় করা হবে। আইন অনুযায়ী যতদূর সম্ভব আমরা যাবো। অভিবাসন সমস্যা সমাধানে আমি কোনও বাধা সহ্য করবো না।”
পরিবার বিচ্ছেদের সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, “আমি অভিবাসী পরিবারগুলোকে আলাদা করতে চাই না। আমরা বাবা-মা ও সন্তানদের একসঙ্গে প্রত্যাবাসন করবো। দীর্ঘ সময় ক্যাম্পে তাদের আটকে রাখার চেয়ে নিজ দেশে ফেরত পাঠানোই উত্তম সমাধান।”