শিরোনাম

ডলারের বিকল্প আনলে ব্রিকস দেশগুলোতে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহিত

ব্রিকস জোট যদি নতুন মুদ্রা চালু করতে চায়, তবে তাদের পণ্য আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩০ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্স।

ট্রাম্প বলেন, “মার্কিন ডলার থেকে দূরে সরে যাওয়ার ব্রিকসের যে কোনো উদ্যোগ যুক্তরাষ্ট্র আর সহ্য করবে না। আমরা চাই, তারা প্রতিশ্রুতি দেবে যে, কোনো নতুন মুদ্রা তৈরি করবে না এবং ডলারের বিকল্প কোনো মুদ্রাকে সমর্থন করবে না। অন্যথায়, তাদের ১০০ শতাংশ শুল্কের সম্মুখীন হতে হবে এবং মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে হবে।”

উল্লেখ্য, ব্রিকস জোট প্রতিষ্ঠার শুরু থেকেই ডলারের বিকল্প একটি মুদ্রা ব্যবস্থার কথা বলছে। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে প্রধান মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় মার্কিন ডলার। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাও ডলারের ওপর নির্ভরশীল।

এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যেকোনো দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপকে সহজ করে দেয়। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া, ইরান ও চীন।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা মিলে ২০১১ সালে গঠিত হয় ব্রিকস জোট। সম্প্রতি ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া এবং মিশর এই জোটের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০২৩ সালে ব্রিকসের জন্য একটি অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছিলেন, যার লক্ষ্য ছিল ডলারের ওপর নির্ভরশীলতা হ্রাস করা। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর জানান, ৩৪টি দেশ ব্রিকসে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে।

বিশ্লেষকরা মনে করেন, ব্রিকস যদি ডলারের বাইরের নিজস্ব মুদ্রা বা ব্যাংকিং নেটওয়ার্ক চালু করতে পারে, তাহলে রাশিয়া, চীন এবং ইরানের মতো দেশগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে পারবে। তবে ব্রিকসের সদস্য দেশগুলোর ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানের কারণে খুব শিগগির এই উদ্যোগ বাস্তবায়নের সম্ভাবনা কম।

  • usharbani
  • ঊষারবাণী
  • ট্রাম্প
  •