মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা চলছে। এবার তুরস্কও এমন একটি প্রতিরক্ষাব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, ইসরায়েলের মতোই তুরস্কও নিজস্ব প্রতিরক্ষাব্যবস্থা ‘স্টিল ডোম’ তৈরি করবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) আঙ্কারায় তুর্কি এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের এক অনুষ্ঠানে তিনি বলেন, “তাদের যদি ‘আয়রন ডোম’ থাকে, তবে আমাদেরও ‘স্টিল ডোম’ থাকবে। আমরা নিজেদের সুরক্ষায় আর পিছিয়ে থাকব না।” যদিও এরদোয়ান এই প্রকল্পের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।
এরদোয়ান আরও বলেন, “আমরা আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতাও বাড়াতে যাচ্ছি। প্রতিরক্ষা শিল্পে পূর্ণ স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত আমরা থামব না।”
ইসরায়েল প্রথমে হামাসের রকেট মোকাবিলায় আয়রন ডোম তৈরি করে, যা ২০১১ সালে যুক্তরাষ্ট্রের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের সহযোগিতায় চালু হয়। এই ব্যবস্থাটি স্বল্প-পাল্লার রকেট, মর্টার ও ড্রোনের বিরুদ্ধে কার্যকর। ২০১৭ সালে এর সমুদ্রভিত্তিক সংস্করণ চালু হয়, যা সাগরভিত্তিক স্থাপনাগুলোর সুরক্ষায় ব্যবহৃত হয়।
এর আগে তুরস্ক রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে, যুক্তরাষ্ট্র ২০২০ সালে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া, তুরস্ককে এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট প্রোগ্রাম থেকেও বাদ দেওয়া হয়।
ন্যাটো সদস্য তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমিয়েছে। বর্তমানে তুরস্ক সশস্ত্র ড্রোনের শীর্ষস্থানীয় প্রস্তুতকারক এবং নিজস্ব প্রতিরক্ষা চাহিদা পূরণে স্বনির্ভর হয়ে উঠেছে।