মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়া কয়েকটি রাজ্যে এখন চলছে ভোট গণনা। এ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৭৭ ইলেক্টোরাল ভোট, আর ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৯৯টি ইলেক্টোরাল ভোট। এই তথ্য জানিয়েছে এপি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত ৫০টি অঙ্গরাজ্যে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। টাইম জোনের পার্থক্যের কারণে বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার সময়ও ভিন্ন ভিন্ন। প্রথমে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।
ভোটের দিন সকাল ৭টা থেকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের অক্সফোর্ড ও থার্ড স্ট্রিটের ওয়াইএমসি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এখানকার ভোটারদের বেশিরভাগই বাংলাদেশি ও দক্ষিণ এশীয়।
ভোট শুরুর আগেই ভোটাররা লাইন ধরে অপেক্ষা করছিলেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও দীর্ঘ হয়। ভোটারদের অনেকেই জানিয়েছেন, এত সংখ্যক ভোটারের উপস্থিতি তারা আগে দেখেননি। তবে দীর্ঘ অপেক্ষার পরও তারা অসন্তোষ প্রকাশ না করে ধৈর্য ধরে ভোট দিয়েছেন।
এদিকে, ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট থার্টি ফোর থেকে কংগ্রেস সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী সময় সংবাদকে তার দৃঢ় আশাবাদের কথা জানিয়েছেন। গতবার তিনি মাত্র এক শতাংশ ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন, এবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কর্মকর্তারা পূর্বেই জানিয়েছেন, উত্তেজনাপূর্ণ এই নির্বাচনের ফল প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে। এর ফলে শুধু মার্কিন জনগণই নয়, সারা বিশ্ব এই নির্বাচন নিয়ে উদ্বিগ্ন। নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এবং দ্রুত ফলাফল প্রকাশের জন্য নিরলসভাবে কাজ করছেন।