ঢাকা সফর শেষে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি দেশটির সংসদীয় স্থায়ী কমিটিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফ করেছেন। বুধবার নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে ২১ থেকে ২২ জন সংসদ সদস্য অংশ নেন।
ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিস (আইএএনএস) সূত্রে জানা যায়, ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে পররাষ্ট্রসচিব সংসদ সদস্যদের জানিয়েছেন।
ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব মিশ্রি উল্লেখ করেন যে, ঢাকার অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে করা কোনো চুক্তি পর্যালোচনা করার বিষয়ে আলোচনা করেনি।
ব্রিফিংয়ে অংশ নেওয়া কিছু সংসদ সদস্য শেখ হাসিনার বর্তমান মর্যাদা এবং ভারতে অবস্থানের বিষয়ে জানতে চান। এ প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বিরোধী দল কংগ্রেসের নেতা ও সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির প্রধান শশী থারুর ব্রিফিংয়ের পর সাংবাদিকদের বলেন, ‘‘আমরা বাংলাদেশের বিষয়ে চমৎকার ব্রিফিং পেয়েছি। পররাষ্ট্রসচিব তার ঢাকা সফরের বিস্তারিত তুলে ধরেছেন। তবে এর বেশি কিছু বলা যাবে না, কারণ এটি একটি আনুষ্ঠানিক সংসদীয় বিষয়।’’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার উৎখাতের পর, ভারত ও বাংলাদেশের মধ্যে এটিই প্রথম শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ। ঢাকা সফরকালে বিক্রম মিশ্রি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এবং পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
শশী থারুর ব্রিফিং প্রসঙ্গে বলেন, ‘‘এটি অত্যন্ত সোজাসাপ্টা এবং বিশদ আলোচনা ছিল। আমরা এর মাধ্যমে একটি ইতিবাচক শুরু করেছি এবং ভবিষ্যতে আলোচনা আরও এগিয়ে যাবে।’’