মেসি ফিরলেন অবশেষে জয় পেলেন ! তাইতো আর্জেন্টাইন জাদুকর ফেরার ম্যাচেই নাটকীয় জয় মায়ামির ! ইনজুরির কারণে গত ম্যাচে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। পয়েন্ট হারানোর পর মেসির অভাবটাকেই কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ইন্টার মায়ামির কোচ তাতা মার্টিনো। তবে ডিসি ইউনাইটেডের সঙ্গে মেসিকে নিয়েও যেন একই হাল মায়ামির। অনেক চেষ্টাতেও গোল পাচ্ছিল না গোলাপি জার্সিধারীরা। অতিরিক্ত সময়ে গড়ানোর পর নাটকীয় মোড় আসে ম্যাচে। আর তাতে জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-সুয়ারেজরা।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
মেসিকে পেয়ে আত্মবিশ্বাসী মায়ামি ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখিয়েছে। তবে আক্রমণে খুব একটা দাপট দেখাতে পারছিল না দলটি। অষ্টম মিনিটে প্রথমবার লক্ষ্যে আঘাত হাতে মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোলের সামনেই বল পেয়েছিলেন বেঞ্জামিন ক্রেমাসি। তবে তার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।
মায়ামির দাপটের মধ্যে ভয়ে চুপসে যায়নি ডিসি ইউনাইটেড। রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করেছে তারাও। ১৯ মিনিটে প্রথমবার গোলে শট নেয় তারা। তবে পেনাল্টি বক্সের ওনেক বাইরে থেকে নেয়া পেদ্রো সান্তোসের সেই শট সহজেই ফিরিয়ে দেন মায়ামির গোলরক্ষক।
৪৩ মিনিতে সহজ মিস করেন ক্রেমাসি। জর্ডি আলবার বাড়ানো দুর্দান্ত বল বক্সের মধ্যে ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়েও জালে পাঠাতে পারেননি তিনি। সামনে থাকা একমাত্র গোলরক্ষকের গায়ে বল মারেন তিনি। গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের ভালো একটি সুযোগ পায় ডিসি। তবে গোলমুখে সহজ সুযোগ হাতছাড়া করেন জারেড স্ট্রুড। ৭১ মিনিটে গোলের উদ্দেশ্যে শট নেন মেসি। তবে পোস্টের অনেক বাইরে দিয়ে নেয়া সেই শট বারের উপর দিয়ে যায়। ৮৬ মিনিটে ডিসির এগিয়ে যাওয়ার সুযোগ রুখে দেন মায়ামির গোলরক্ষক। জ্যাকব মুরেলের নেয়া দ্রুতগতির শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি।
ম্যাচে তখন অতিরিক্ত সময়ের খেলা চলছিল। আরও একটা ড্রয়ের সামনে দাঁড়িয়ে মায়ামি। জয়ের আশা যখন একদমই তলানিতে তখনই হঠাৎ স্কোরশিটে নাম লেখান কাম্পানা। বদলি হিসেবে মাঠে নামা এই ফুটবলার মাঝমাঠ থেকে বাড়ানো বলকে দারুণ দক্ষতায় রিসিভ করেন এবং গোলরক্ষককে বোকা বানিয়ে জালে জড়ান। জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসির দল।
এদিকে ,যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসির বাৎসরিক বেতন ২ কোটি ৪৪ লাখ ডলার। মেজর লিগ সকারে (এমএলএস) আর্জেন্টাইন কিংবদন্তির বেতন অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি। শুধু কি তা–ই, এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, লিগে ২৫টি ক্লাব নিজেদের স্কোয়াডকে যে বেতন দেয়, মেসির বেতন তার চেয়েও বেশি।
এমএলএসে খেলোয়াড়দের এই সংগঠন লিগে পারিশ্রমিক নিয়ে নিয়মিতই তথ্য প্রকাশ করে। এই তালিকায় ৮ বারের ব্যালন ডি’অরজয়ী মেসির বেতন বাকিদের চেয়ে বেশি হবে, সেটাই স্বাভাবিক এবং প্রত্যাশিতও। মেসির নিট বেতন ১ কোটি ২০ লাখ ডলার। বিভিন্ন বোনাস সহকারে সব মিলিয়ে অঙ্কটা দাঁড়ায় ২ কোটি ৪৪ লাখ ৬ হাজার ৬৬৭ ডলার।
তবে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশ করা নথিতে মেসির বেতনের সঙ্গে তাঁর বাণিজ্যিক চুক্তি, এনডোর্সমেন্ট ও স্পনসর চুক্তি থেকে আয় যোগ করা হয়নি। যেমন অ্যাপল ও অ্যাডিডাসের সঙ্গে স্পনসর চুক্তি রয়েছে মেসির।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ২০১৭ সালে চার বছরের চুক্তি সই করেছিলেন মেসি। সেই চুক্তিতে প্রতি মৌসুমে ১৩ কোটি ৮০ লাখ ইউরো করে আয় করতেন আর্জেন্টাইন কিংবদন্তি। এর মধ্যে বেতন এবং অন্যান্য বিষয়ও (অ্যাড ওনস) সংযুক্ত ছিল। বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ক্লাবটি ছেড়ে ২০২১ সালের আগস্টে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। সেখানে প্রতি মৌসুমে আয় করতেন ৩ থেকে সাড়ে ৩ কোটি ইউরো।