শিরোনাম

ইতিহাস গড়ার অপেক্ষায় ভারতীয় গায়ক ‘সোনু নিগম’!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

একজন সঙ্গীতশিল্পী হিসেবে তার সাড়ে চার দশকের কর্মজীবনে, পদ্মশ্রী সহ বেশ কয়েকটি খ্যাতি এবং পুরষ্কার জিতেছেন সোনু নিগম। এবার আরেকটি পালক যুক্ত হতে চলেছে তার মুকুটে। বিদেশের মাটিতে ব্যাক টু ব্যাক টানা পারফর্ম করার কথা রয়েছে তার। তাহলে কবে এবং কোথায় পারফর্ম করছেন তিনি?

আগামী ১০ই জুন, সোনু দুটি ব্যাক-টু-ব্যাক শোয়ে সঙ্গীত পরিবেশন করবেন অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ সিডনি অপেরা হাউসে।

এর মাধ্যমে সংগীত জগতে নতুন ইতিহাস গড়তে চলেছেন তিনি। অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে সোনুই প্রথম কোনো সঙ্গীতশিল্পী, যিনি একসঙ্গে ব্যাক টু ব্যাক দুটো শো করতে চলেছেন।

আসন্ন এই শো সম্পর্কে শিল্পী বলেন, এই অভিজ্ঞতার সঙ্গে আমি সাক্ষী হতে পারছি ভেবে আমি সত্যিই অভিভূত। ঈশ্বর বহু দশক ধরে আমার পরীক্ষা নিয়েছেন কিন্তু গত দুই বছর ব্যতিক্রমী এবং সুন্দর। ভালো গান থেকে শুরু করে আমি যে সব অনবদ্য কনসার্টে এসেছি, তা আমাকে খুব আবেগপ্রবণ করে তোলে। সিডনি অপেরা হাউসের মতো একটি মর্যাদাপূর্ণ ভেন্যুতে একদিনে দুটি শো করা, যেখানে দুটিই কনসার্টের এক মাস আগে বিক্রি হয়ে গেছে, তা কেবল ঈশ্বরের আশীর্বাদ।’

সোনু সাড়ে তিন ঘণ্টার মোট দুটি কনসার্ট করবেন। তিনি বলেন, ‘এটি জীবনের একটি চ্যালেঞ্জিং অংশ। আমি একজন ওয়ান-ম্যান শো এবং আমি প্রতিটি শো-তে প্রচণ্ড ভালোভাবে গাওয়ার চেষ্টা করি। কিন্তু আমি ইদানীং লক্ষ্য করছি যে তিন ঘন্টার শোয়ের পরেও আমি অন্য শোতে যেতে পারি। সে কারণেই আমি একই দিনে দ্বিতীয় শোয়ের জন্য আমার সম্মতি দিয়েছি। আমার রেওয়াজ সহ সারা দিনে আমি প্রায় ৮ ঘণ্টা গানের অনুশীলন করে থাকি। আমি খুশি যে ঈশ্বর চান যে আমি এই চ্যালেঞ্জটি গ্রহণ করি।

অপরদিকে একটি কাকতালীয় বিষয় হলো যে, সোনু নিগম এবং সিডনি অপেরা হাউস উভয়ই গত বছর ৫০ বছর বয়সে পরিণত হয়েছে।

এদিকে, বাংলাদেশ সফর করে সুখবর দিলেন ২০১৯ সালের ‘সারেগামাপা’ বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য।

বাংলাদেশের সাতক্ষীরায় গিয়ে ভারতের জনপ্রিয় গায়িকা নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

বিশেষ সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, পূর্বপুরুষের ভিটা বাংলাদেশের সাতক্ষীরা। কাজের ব্যস্ততায় খুব একটা আসা না হলেও সাতক্ষীরার মাজরা গ্রামের একটি শোতে অংশ নেয়ার সুবাদে এবার তাঁর সে সৌভাগ্য হয়েছে।

বাংলাদেশ সফর প্রসঙ্গে অঙ্কিতা বলেন, শুক্রবার বাংলাদেশ থেকে কলকাতায় চলে গেলেও বাংলাদেশ সফরের স্মৃতি এখনও ভুলতে পারেননি।

বাংলাদেশে গান শোনাতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন অঙ্কিতা। এদেশের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের অ্যাপায়নের কথা নতুন করে বলার কিছু নেই। মন ভরে দেয়ার মতো আপ্যায়ন।’

বাংলাদেশে কাজ করা প্রসঙ্গে অঙ্কিতা বলেন, অনেক আগেই একটি নাটকের জন্য গান গেয়েছিলেন। আভরাল সাহিরের কথা ও সুরে ‘কি করে বলব তোকে’ শিরোনামে গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। তবে নাটকে নয়, এবার তিনি বাংলাদেশের সিনেমাতেও গান গাইতে চান।

  local-nogod-300-x-250