শিরোনাম

ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা হামাসের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা হামাসের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ বুধবার হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিবৃতিতে মুসা আবু মারজুক উল্লেখ করেন, ‘আমাদের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা একটি কাপুরুষোচিত কাজ এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করেছে। টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরানে একটি হামলায় ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হামাসের শীর্ষ নেতার মৃত্যুর খবর জানিয়ে একটি বিবৃতি দেয়।

পরে হামাসের পক্ষ থেকেও হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে উল্লেখ করা হয় যে, হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তেহরানে গিয়েছিলেন এবং সেখানে তার আবাসস্থলে নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘এটি একটি জিহাদ। এতে হয় বিজয় লাভ করা হবে, নয়তো শহীদ হতে হবে।’

ইসমাইল হানিয়া ২০১৭ সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন। পরবর্তী বছর, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাঁকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • হামাস
  •   local-nogod-300-x-250