শিরোনাম

এবার বিশ্বকাপজয়ী ২ ফুটবলার আর্জেন্টিনার অলিম্পিক দলে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

গুঞ্জন ছিল আসন্ন অলিম্পিকে আর্জেন্টিনা দলে ডাক পেতে যাচ্ছেন জাতীয় দলের একাধিক খেলোয়াড়। টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্টন এদুল দাবি করেছেন, কাতার বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্যের চলতি বছরের অলিম্পিকে অংশ নেওয়া নিশ্চিত হয়ে গেছে।

সাংবাদিক গ্যাস্টন এদুল জানিয়েছেন, বেনফিকার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি এবং ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস আর্জেন্টিনা দলে থাকছেন। তাদের ক্লাব থেকে অনুমতি পেয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

২৩ বছরের বেশি বয়সের মোট তিনজন খেলোয়াড় দলে নিতে পারে অলিম্পিকে। সাবেক আর্জেন্টিনা ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোর অধীনে অলিম্পিক দলের কোচিং স্টাফরা ইতিমধ্যে তৃতীয় খেলোয়াড় হিসেবে অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বেছে নিয়েছেন। যদিও তার ব্যাপারে ইংলিশ ক্লাব থেকে এখনো সবুজ সংকেত পাওয়া যায়নি।

এছাড়াও জাতীয় দলের আরও দুই খেলোয়াড়ের দিকে নজর রয়েছে মাসচেরানোর। তারা হলেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেস এবং ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো। দুজনেরই বয়স ২৩ বা এর কম হওয়ায় তাদের দলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হবে না।

আসন্ন অলিম্পিকে গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলবে ইউক্রেন, ইরাক ও মরক্কোর বিপক্ষে। এটি হবে আর্জেন্টিনার অলিম্পিক ফুটবলে দশমবারের মতো অংশগ্রহণ। এর আগে ২০০৪ ও ২০০৮ সালে দক্ষিণ আমেরিকার দেশটি স্বর্ণপদক জিতেছে। গত ফেব্রুয়ারি মাসে ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকের মূল পর্বে উঠেছে আর্জেন্টিনা।

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের। প্রায় সাড়ে পাঁচ মাস পর ফ্রান্সের প্যারিস অলিম্পিকসের ফুটবল ইভেন্টে খেলার বাছাইপর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের। বাঁচা-মরার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ১-০ গোলে হারিয়ে অলিম্পিকের টিকিট নিশ্চিত করে হাভিয়ের মাসচেরানোর দল।

ভেনেজুয়েলার এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে প্রথম দল হিসেবে অলিম্পিকের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।

আগামী ২৬ জুলাই ফ্রান্সের প্যারিসে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। সেখানে ১৬ দল নিয়ে হবে ফুটবল ইভেন্ট। ইতিমধ্যে অলিম্পিকে খেলার টিকিট পেয়ে গেছে ১০টি দল।


  • অলিম্পিক
  • আর্জেন্টিনা
  • ঊষারবাণী
  • ফুটবল
  •   local-nogod-300-x-250