শিরোনাম

গ্রেফতার হলেন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
গ্রেফতার হলেন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি

পর্দা নেমেছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। মায়ামিতে অনুষ্ঠিত ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করে রেকর্ড ১৬তম বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে পরিস্থিতি মোটেও ভালো ছিল না। কলম্বিয়ার কিছু উগ্র সমর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করেন। অনেকেই বিনা টিকিটে স্টেডিয়ামে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের আটক করে। এ ঘটনার জেরে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।

মায়ামি পুলিশ কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন জেসুরুন এবং তার ছেলে রামন জামিল জেসুরুনসহ আরও ২৭ জনকে গ্রেফতার করেছে। রামোন জেসুরুন ফিফা কাউন্সিলেরও সদস্য। এমন মহাদেশীয় টুর্নামেন্টে দর্শকদের এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছে কনমেবল।

তারা এক বিবৃতিতে বলেছে, ‘মায়ামিতে অনুষ্ঠিত ফাইনালে কিছু দর্শক টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে চাওয়ায় ম্যাচ শুরু হতে দেরি হয়। এর আগে, দর্শকদের প্রবেশে বিলম্ব এবং পরিস্থিতি বিবেচনায় স্টেডিয়ামের গেট বন্ধ করা হয়েছিল। কনমেবল হার্ড রক স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছিল, তবে নিরাপত্তা সংক্রান্ত চুক্তিভিত্তিক দায়িত্ব ঠিকভাবে পালন করা হয়নি।’

যদিও রামোন জেসুরুন আটক হয়েছেন, তিনি জামিনে মুক্তি পেতে পারেন। এর জন্য তাকে ২ হাজার ডলার এবং তার ছেলে রামন জামিল জেসুরুনকে ১ হাজার ডলার জামিন দিতে হবে।

সোমবার (১৫ জুলাই) কোপার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়া মাঠে নামে। এ সময় কিছু দর্শক জোরপূর্বক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মাঠের কর্মকর্তা-কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে থাকেন। পরে ১ ঘণ্টা ২০ মিনিট পর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • কোপা আমেরিকা
  •   local-nogod-300-x-250