শিরোনাম

চঞ্চল চৌধুরীর ‘কালপুরুষ’ নিয়ে সরব সোশ্যাল মিডিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

সম্প্রতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে নতুন সিরিজ ‘কালপুরুষ’। এই চরকি অরিজিনাল সিরিজটি বাস্তবতা ও যুক্তিকে হার মানানো এক গল্প নিয়ে নির্মিত। মুক্তির আগেই টিজার ও ট্রেলার দিয়ে দর্শকদের মনে আগ্রহ তৈরি করেছে সিরিজটি। সালজার রহমান পরিচালিত এই সিরিজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা হচ্ছে। তাহলে সিরিজটির বিশেষ আকর্ষণ কী এবং এতে কোন জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন?

সিরিজের কাহিনী শুরু হয় ফারিয়া নামের এক তরুণীর খুনের ঘটনা দিয়ে। ফারিয়াকে গলা কেটে খুন করা হয় এবং খুনের রহস্য উদ্‌ঘাটনে নামে পুলিশ। এর মধ্যে পুলিশের কাস্টডিতে আসে রহস্যময় এক ব্যক্তি, শেহজাদ চৌধুরী। তার জন্ম, স্কুল, কলেজ—কিছুই খুঁজে পায় না পুলিশ, যেন হাওয়া থেকে উড়ে এসেছে সে।

এক ব্যক্তি জানান, প্রায় ৫০ বছর আগে শেহজাদকে দেখেছিলেন তিনি। সে সময়ও শেহজাদ একই রকম দেখতে ছিল। তাহলে কি অতীত থেকে ফিরে এসেছে লোকটি? ফারিয়ার খুনের সঙ্গেই বা তার কী সম্পর্ক? এমন রহস্যমাখা গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘কালপুরুষ’।

‘কালপুরুষ’ সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী উর্বি, সুষমা সরকার, রেজওয়ান পারভেজ, জান্নাতুল মাওয়া লাজুকসহ আরও অনেকে।

সিরিজে দেখা যাবে পরিচয়হীন এক রহস্যময় ব্যক্তি শেহজাদ চৌধুরীকে, যার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিরিজটি নিয়ে তিনি বলেন, ‘কালপুরুষ’-এর গল্প ও তাঁর চরিত্র—দুটিই একদম অভিনব। বাংলাদেশে এমন জনরার কাজ খুব কম হয়। সেই সঙ্গে পরিচালক সালজার ও সহশিল্পীরা তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এখন অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়ার।

এফ এস নাঈম এ সিরিজে অভিনয়ের জন্য বড় ধরনের শারীরিক পরিবর্তন এনেছেন। সিরিজের পোস্টার ও টিজার মুক্তির পর এই অভিনেতাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়ে তিনি মিরাজ চরিত্রে অভিনয় করেছেন।

এই সিরিজ দিয়েই চরকির পর্দায় প্রথমবারের মতো দেখা মিলবে তানজিকা আমিনের। কীভাবে এ সিরিজের সঙ্গে সম্পৃক্ত হলেন? এমন প্রশ্নে তিনি বলেন, প্রথমে গল্প শোনার পরই তাঁর কাছে সিরিজটি বেশ ইন্টারেস্টিং লেগেছিল। পুরো চিত্রনাট্য পড়ার পর তাঁর মনে হয়েছে, খুব ভালো কিছু হবে।

ওটিটিতে পরিচালক সালজার রহমানের এটাই প্রথম কাজ। রহস্য, সায়েন্স ফিকশন, ড্রামার মিশেলে তৈরি সিরিজটির গল্প ও চিত্রনাট্য পরিচালক নিজেই লিখেছেন। তিনি বলেন, সিরিজটি মার্ডার মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থাপন দেখা যাবে।

কিছুদিন আগেই ঘোষণা দেওয়া হয়, আগামী তিন বছর প্রযোজনা সংস্থা ফিল্ম সিন্ডিকেট চরকির জন্য নির্মাণ করবে ১০টি সিরিজ। সে অনুযায়ী এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিরিজ ‘কালপুরুষ’ মুক্তি পেল চরকিতে।

  local-nogod-300-x-250