শিরোনাম

তমাকে বিয়ে প্রসঙ্গে যা বললেন রাফী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের গুঞ্জন: পরিচালক রাফির সাফ জবাব

ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমার ব্যস্ততা এখনো কাটেনি বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির। সম্প্রতি সিনেমাটি ভারতেও মুক্তি পেয়েছে। শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত এই সিনেমা নিয়ে কলকাতার গণমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দেন রাফি।

রাফির বিয়ের গুঞ্জন

সাক্ষাৎকারের শেষ দিকে রাফির বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্ন ছিল, ‘আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরে বিয়ে করছেন?’ জবাবে রাফি বলেন, “এখনও এ রকম কোনও পরিকল্পনা নেই। আরও কয়েকটা হিট ছবি পরিচালনা করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে (হাসি)।”

প্রেমের গুঞ্জন

ব্যক্তিগত জীবনে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রায়হান রাফি—এমন গুঞ্জন রয়েছে। তমার গত জন্মদিনে রাফি শুভকামনা জানিয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “তোমার সাথে আরও একটি নতুন বছর কাটানোর সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। চলো এই মুহূর্ত উদযাপন করি! শুভ জন্মদিন তমা।”

বন্ধুত্ব না প্রেম?

গত কয়েক বছর ধরেই পরিচালক রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন চলছে। কেউই সরাসরি মুখ না খুললেও, রাফি ও তমা দুজনেই সম্পর্ককে ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ এর চেয়ে একটু বেশি বলে ইঙ্গিত দিয়েছেন। বন্ধুত্বের সম্পর্ক জমে ওঠার কারণ হিসেবে একই বয়সের হওয়াকেও উল্লেখ করেছেন তারা।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250