শিরোনাম

ফের ‘বরবাদ’ সিনেমায় একসঙ্গে শাকিব-ইধিকা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

চারদিকে এখন শাকিব খানের ‘তুফান’ সিনেমার ঝড় বইছে। আসছে ঈদে মুক্তি পাচ্ছে এটি। এর মধ্যেই খবর এল- নতুন আরও এক সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই সুপারস্টার। নাম ‘বরবাদ’।

‘বরবাদ’ সিনেমাটি নির্মাণ করবেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি হবে নির্মাতার প্রথম সিনেমা। আর এতে শাকিবের বিপরীতে ফের দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে।

তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন, গেল ঈদুল ফিতরে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় ‘বরবাদ’ শিরোনামে একটি গান ছিল। প্রিন্স মাহমুদের সংগীতে গানটি বেশ জনপ্রিয়তা পায় শ্রোতামহলে। সেটি ভেবেই সিনেমার নামকরণ করা হয়েছে।

সূত্রগুলোর দাবি, আগামী সেপ্টেম্বর থেকে ভারতের রামুজিতে শুরু হবে ‘বরবাদ’ এর শুটিং। শাকিব-ইধিকা ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর। এর অন্যতম প্রযোজক মাস্টার কমিউনিকেশন।

উল্লেখ্য, গেল বছর ঈদে মুক্তি পায় হিমেল আশরাফের সিনেমা ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। এটি ছিল অভিনেত্রীর প্রথম সিনেমা। এরপর বাংলাদেশের ‘কবি’ নামের আরও এক সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার এই অভিনেত্রী।

২০২৩ এর ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা ‘ প্রিয়তমা’ সারাদেশে ১০৭ টি সিনেমা হলে মুক্তি পায়। সিনেমাটি মুক্তির ৭ দিনেই দর্শক চাহিদার কারণে ৩১৫০ টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে।

৭ দিনের মাথাতেই ১০ কোটি ৩০ লাখ টাকার টিকেট বিক্রি করে ফেলে রোমান্টিক ঘরানার এ সিনেমাটি।

‘প্রিয়তমা’ সিনেমার প্রচারণায় ছবি মুক্তির আগেই মুক্তি দেওয়া হয়েছিল এই সিনেমার গান ‘ও প্রিয়তমা’। এরপরই কণ্ঠশিল্পী বালাম আর কোনালের গাওয়া এই গানটা পায় দর্শকপ্রিয়তা। দর্শক যে এই গান কে পছন্দ করেছে তা বুঝা যায় গানের ভিউ দেখলেই।

মাত্র তিন মাসে দুটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই গানটি শোনা হয়েছে ১০০ মিলিয়নবার। অর্থাৎ গানটি পৌঁছে গেছে ১০ কোটির ক্লাবে। জানা যায়, শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার কোনো গান এতো কম সময়ে ১০০ মিলিয়ন হয়নি!


  • ঊষারবাণী
  • বরবাদ
  • সিনেমা
  •   local-nogod-300-x-250