শিরোনাম

বাংলাদেশের এমন জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে: শান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগেই সিরিজ হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে দাপুটে জয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়। এই জয় যেমন ধুঁকতে থাকা দলের জন্য সান্ত্বনা, তেমনি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও একটি সুযোগ। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক শান্ত সিরিজ হারের হতাশা এবং এই জয়ের ইতিবাচক দিকগুলো নিয়ে কথা বলেন।

শেষ ম্যাচে দাপুটে জয় সম্পর্কে গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ- এই জয়ের জন্য। আমার মনে হয় আজ ছেলেরা নিজেদের কাজটা ঠিকঠাক করেছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে।’

সিরিজ হারের হতাশা ও সান্ত্বনার জয়ের ইতিবাচক দিকগুলো নিয়ে শান্ত বলেন, ‘সিরিজ হারায় আমরা হতাশ। আমরা ভালো ক্রিকেট খেলিনি। তবে আজ ভালোভাবে জিতে সিরিজ শেষ করেছি। এটি আমাদের বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে। আমরা এখন জানি কন্ডিশন কেমন হতে পারে এবং আশা করছি সামনে ভালো করতে পারব।’

মুস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ১০ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। এটি বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার এবং সবমিলিয়ে অষ্টম সেরা। তিনি সিরিজের ৩ ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা পুরস্কারও পান। প্রতিক্রিয়ায় মুস্তাফিজ বলেন, ‘যেভাবে বল করেছি, তাতে আমি সন্তুষ্ট। আমি অনেক বৈচিত্র্য ব্যবহার করেছি এবং তা কাজে দিয়েছে।’

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্র কয়েকটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায়। সিরিজ নিশ্চিত হওয়ার পর তারা বেঞ্চের ক্রিকেটারদের পরীক্ষা করার সুযোগ নেয়। টস হেরে আগে ব্যাট করতে নেমে মুস্তাফিজের বোলিং তোপে মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। মুস্তাফিজ ক্যারিয়ারসেরা বোলিংয়ে একাই নেন ছয় উইকেট। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তানজিদ ৫৮ ও সৌম্য ৪৩ রানে অপরাজিত ছিলেন।

  local-nogod-300-x-250