শিরোনাম

বাইডেন-নেতানিয়াহু বৈঠক কাল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

হোয়াইট হাউজে জো বাইডেন ও বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক আগামীকাল

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউজে বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকটি স্থানীয় সময় আগামীকাল (বৃহস্পতিবার, ২৫ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

মঙ্গলবার (২৩ জুলাই) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। এতে জানানো হয়, ৭ অক্টোবর ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এবং বাইডেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশাপাশি হোয়াইট হাউজও এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকের পরে দুই নেতা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বন্দি মার্কিন জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ বৈঠকটি গত মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বাইডেন করোনায় আক্রান্ত হওয়ায় তারিখ পিছিয়ে যায়।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানায়, বাইডেনের সঙ্গে বৈঠকের পরদিন শুক্রবার (২৬ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন নেতানিয়াহু।

  • dailyusharbani
  • আর্জেন্টিনা
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250