শিরোনাম

বিশ্বকাপে শীর্ষে সাকিব, একমাত্র তারই এমন রেকর্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
সাকিব আল হাসান

সাকিব আল হাসান চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে অবশেষে স্বরূপে ফিরলেন। বহু প্রতীক্ষার পর তার ব্যাট হাসল। ৬৪ রানের দারুণ ইনিংস খেলে সমালোচনার গতিপথ বদলে প্রশংসায় পরিণত করেছেন তিনি। শুধু তাই নয়, আরও একটি অনন্য কীর্তি গড়লেন সাকিব।

সাকিবই বর্তমানে একমাত্র ক্রিকেটার যিনি দুই ফরম্যাটের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) বিশ্বকাপেই কমপক্ষে ৮০০ রান এবং ৪০ উইকেট অর্জন করেছেন।

পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ খেলে সাকিব করেছেন ১৩৩২ রান এবং নিয়েছেন ৪৩টি উইকেট। আর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে (প্রথম জন ভারতের রোহিত শর্মা) সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সাকিবের এই ফরম্যাটে রান ৮১৭ এবং উইকেট ৪৩টি।
এছাড়াও, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কারটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ৪৫তম। তিনি এখন পর্যন্ত টেস্টে ৬, ওয়ানডেতে ২৭ ও টি-টোয়েন্টিতে ১২ বার ম্যাচসেরা হয়েছেন।

আরও উল্লেখযোগ্য যে, আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের সর্বশেষ ১২ জয়ের মধ্যে ৮টিতেই ম্যাচসেরা ছিলেন সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমান ও পাপুয়া নিউগিনি, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ম্যাচসেরা হয়েছিলেন।

বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত ২৯ ম্যাচ জিতেছে, যার মধ্যে ২৭টিই সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর। সব মিলিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় সাকিব ম্যাচসেরা হয়েছেন ৯ বার।

  • ঊষারবাণী
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • বাংলাদেশ
  • বাংলাদেশ ক্রিকেট
  • বিশ্বকাপ
  • সাকিব আল হাসান
  •   local-nogod-300-x-250