শিরোনাম

ভারত-পাকিস্তান মুখোমুখি: পরিসংখ্যানে এগিয়ে কে?

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
ভারত-পাকিস্তান মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কে

টি-২০ বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান শুরু করেছে ভিন্নভাবে। আয়ারল্যান্ডকে হারিয়ে রোহিত শর্মার দল তাদের মিশন শুরু করেছে স্বস্তির সাথে। বিপরীতে, বাবর আজমের পাকিস্তান দল যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়ে তাদের যাত্রা শুরু করেছে নেতিবাচকভাবে। বিশ্বকাপ জেতার সক্ষমতা থাকা সত্ত্বেও পাকিস্তানকে এখন সুপার এইটে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।

আজ (রবিবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই উত্তেজনাপূর্ণ লড়াই। গোটা ক্রিকেট বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ম্যাচটি দেখার জন্য।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাক-ভারত প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস বেশ পুরনো। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এই ম্যাচের আগে ভারত-পাকিস্তানের পূর্ববর্তী পরিসংখ্যান একবার দেখে নেওয়া যাক।
বিশ্বকাপের অতীত পরিসংখ্যান ও শক্তির বিচারে ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ভারতের দখলে। তবে সাম্প্রতিক সময়ে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলছে। তাই লড়াইটা সহজ হবে না, তা নিশ্চিতভাবে বলা যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে। জয়সংখ্যায় পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে। বিশ্বমঞ্চে মুখোমুখি ৭ দেখায়, ৬ বারই জিতেছে ভারত। সবশেষ ২০২১ বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারিয়েছিল।
টি-টোয়েন্টিতে দুই দলের মোট ১২ দেখায় পাকিস্তান জিতেছে মাত্র ৩টি ম্যাচ, আর ভারত জিতেছে ৯টি। তবে পরিসংখ্যান যাই বলুক না কেন, মাঠে নিজেদের সেরাটা দিলে পাকিস্তান যে কোনো প্রতিপক্ষের জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে, এটি অনেকবারই প্রমাণ করেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

  • ঊষারবাণী
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • পাকিস্তান
  • বিশ্বকাপ
  • ভারত
  •   local-nogod-300-x-250