শিরোনাম

সোনার বুট-গ্লাভস দুই মার্টিনেজের, বল রদ্রিগেজের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে তুলে স্বপ্ন দেখেছিলেন হামেস রদ্রিগেজ, কিন্তু ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলের হার সেই স্বপ্ন ভেঙে দেয়। পুরস্কার বিতরণী মঞ্চে সেরা খেলোয়াড়ের ট্রফি নিতে যাওয়ার সময় রদ্রিগেজের মুখে হতাশা স্পষ্ট ছিল। ট্রফিটি হাতে তুলে ধরার সময় তাঁর মুখের অভিব্যক্তি যেন নিম পাতা চিবানোর মতো!

৩৩ বছর বয়সী রদ্রিগেজ কম চেষ্টা করেননি। টুর্নামেন্টে সর্বোচ্চ ৬টি অ্যাসিস্ট করে এবং একটি গোল করে তিনি ছিলেন ‘গোল্ডেন বল’ জয়ের প্রধান প্রার্থী। আর্জেন্টিনা জিতলেও সেরা খেলোয়াড়ের ট্রফিটি তাঁর হাতেই ওঠে, যা তাঁকে দ্বিতীয় কলম্বিয়ান হিসেবে এই পুরস্কার এনে দেয়। প্রথম কলম্বিয়ান হিসেবে এই ট্রফি জিতেছিলেন কিংবদন্তি মিডফিল্ডার কার্লোস ভালদেরামা ১৯৮৭ কোপায়।

মায়ামিতে ফাইনালে গোল করা আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন। মার্টিনেজ টুর্নামেন্টে ৫টি গোল করেন, যার মধ্যে দুটি গোল বেঞ্চ থেকে নেমে এবং দুটি গোল পেরুর বিপক্ষে একাদশে খেলে করেন। সর্বশেষ ২০২১ কোপা আমেরিকায় কলম্বিয়ার লুইস দিয়াজের সাথে সমান ৪ গোল করে এই পুরস্কার ভাগ করে নিয়েছিলেন লিওনেল মেসি।

সেরা গোলকিপারের ‘গোল্ডেন গ্লাভ’ ট্রফি জিতেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। ২০২১ কোপা আমেরিকায়ও এই ট্রফি জিতেছিলেন তিনি। এবারের কোপায় আর্জেন্টিনার ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই কোনো গোল হজম করেননি মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর একমাত্র দল হিসেবে মার্টিনেজকে ফাঁকি দিয়ে একটি গোল করতে সক্ষম হয়।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • ফুটবল
  •   local-nogod-300-x-250